পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকবে।
সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমবার তিনি একথা বলেন।
মন্ত্রিপরিষদের বৈঠকের পর সোমবার সাংবাদিকদের ড. মোমেন বলেন, নির্বাচনের পর পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক না কেন, ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে।
নির্বাচনে মমতার জয়ে তিস্তা চুক্তি আবার ঝুলে যাবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জানান, আমরা আগের মতোই আমাদের কাজ করে যাব। আমাদের কোনো সমস্যা হবে না।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়েছে।