লিবিয়ায় আটকে পড়া ১৬০ জন বাংলাদেশি বিশেষ বিমানে দেশে ফিরেছেন। বুধবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হচ্ছে।
বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, লিবিয়া থেকে বোরাক এয়ারলাইন্সে আসা ১৬০ যাত্রী হোম কোয়ারেন্টাইনে থাকবে।
তিনি আরও জানান, বুধবার সকাল থেকে এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে পাঁচটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে। এর মধ্যে কাতার থেকে আসা ১৩২ জন, কলম্বো থেকে আসা তিনজন ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসা ৯ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবে। এ ছাড়া জেদ্দা থেকেও যাত্রী এসেছে। তবে তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না।