রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত (৬০) বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক মুক্তার হোসেনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। পরে মোটরসাইকেল চালক নিজেই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক দুপুর ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেল চালক মুক্তার হোসেন বলেন, আমি একটি গার্মেন্টসে চাকরি করি। করোনায় চাকরি চলে যাওয়ার মোটরসাইকেলে রাইড শেয়ার করি। সকালে নারায়ণগঞ্জ থেকে গুলশানের উদ্দেশ্যে একজন যাত্রীকে নিয়ে রওনা হই। রায়েরবাগ এলে এই নারী রাস্তার মাঝখানে যেয়ে এদিক ওদিকে ছুটাছুটি করছিলেন। পরে আমার মোটরসাইকেলে ধাক্কা লাগে।
তিনি বলেন, প্রথমে তাকে মাতুয়াইল মেডিকেলে নিয়ে যাই। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার নাম পরিচয় পাওয়া যায়নি। তার কাছে ভিক্ষা করা অনেক টাকা পাওয়া গেছে। ক্যাম্পের পুলিশের কাছে জমা আছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ৬০ বছরের এক ভিক্ষুক মোটরসাইকেলের ধাক্কায় ঢামেকে মারা গেছে। তার কাছে কিছু টাকা পাওয়া গেছে। তাতে মনে হয়েছে তিনি ভিক্ষা করতেন। মোটরসাইকেল চালককে আটক করে যাত্রাবাড়ী থানাকে খবর দিয়েছি। তারা এসে তদন্ত করে দেখবে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।