দুর্ঘটনার শিকার স্পিডবোটের চালকের ডোপটেস্টে গাঁজা ও ইয়াবা সেবনের অস্তিত্ব মিলেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা।
শিবচরের কাঁঠালবাড়ি পুরাতন ঘাটে বাল্কহেডের সাথে দুর্ঘটনার সময় স্পিডবোট চালক মোঃ শাহ আলম (৩১) মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ। স্পিডবোট চালক শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় ডোপ টেস্টের নমুনায় এ তথ্য নিশ্চিত হয়েছে স্বাস্থ্য বিভাগ। বর্তমানে ওই চালক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, দুর্ঘটনার পর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চালক মোঃ শাহ আলমের ডোপ টেস্ট করাতে বলে। পরে আমরা ঢাকা থেকে কিট এনে ডোপ টেস্ট করি। ডোপ টেস্টে তার পজিটিভ এসেছে। নমুনায় গাঁজা ও ইয়াবার অস্তিত্ব মিলেছে। অর্থাৎ স্পিডবোটটি চালানোর সময় সে মাদকাসক্ত ছিল।
উল্লেখ্য, সোমবার ভোরে ঘাটে নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সাথে শিমুলিয়া থেকে আসা একটি দ্রুতগতির স্পিডবোটের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ২৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় জেলা প্রশাসন ও নৌ পরিবহণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার জেলা প্রশাসনের ৬ সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে, মঙ্গলবার দুপুরে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
শিবচরের উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার পর জীবিত ২-৩ জন যাত্রীর সাথে আমরা কথা বলেছিলাম। তাদের কথায়ও বুঝা গেছে যে, শাহ আলম মাদকাসক্ত অবস্থায় স্পিডবোট চালাচ্ছিলেন।