সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার তুষী আদর্শ গ্রামে কেন্দ্রীয় ঈদগাঁ উদ্বোধন করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ এর শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির কেন্দ্রীয় সদস্য , এফবিসিসিআই এর সিনিয়র সদস্য, বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ী এসোসিয়েশন (বিএমবিএ ) এর প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক বাংলা সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু।
সোনাইমুড়ীতে ঈদগাহ উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় করলেন মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু তুষী হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের মাধ্যমে মুসল্লীরা নতুন এ ঈদগাহের যাত্রা শুরু করেন। নামাজের পর স্থানীয় এলাকাবাসী ও সর্বস্তরের মানুষের সাথে মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু ঈদ শুভেচ্ছা বিনিময় করে বলেন, তুষী কেন্দ্রীয় ঈদগাঁ ময়দান এলাকাবাসির পক্ষ থেকে ২০০ শতাংশ জায়গার উপর করার উদ্যোগ নেয়া হয়েছে।এখানে নিয়মিত ঈদ জামাত হবে । এছাড়া প্রতিবছর কেন্দ্রীয় ভাবে ওয়াজের আয়োজন করা হবে।
সোনাইমুড়ীতে ঈদগাহ উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় করলেন মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু তিনি আরো বলেন, তুষী গ্র্রামে শতবছরের যে পুরনো মসজিদ রয়েছে তা পুনঃনির্মান করার উদ্যোগ নেয়া হয়েছে । এছাড়া তুষী হাফেজিয়া মাদ্রাসাকে আরো অনেক প্রশস্ত করা হবে , বোডিং ব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের খেলাধুলা শরীরচর্চার জন্য মাঠের ব্যবস্থা করা হবে। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় এলাকাবাসী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।