গাইবান্ধার সাঘাটা উপজেলার যমুনা নদীতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন রংপুরের বাবুপাড়ার সাইদুর রহমানের মেয়ে রিতু খাতুন ও বিথি খাতুন এবং তাদের মামাতো বোন রানা মিয়ার মেয়ে ফাতিমা খাতুন।
মঙ্গলবার বিকেলে উপজেলার কচুয়াহাট নামক স্থানের যুমনা নদীতে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করে সাঘাটা ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট জানান, রিতু, বিথি ও ফাতিমা তারা সাঘাটার কচুয়াহাট এলাকার বড় ভাই পার্থ মিয়ার বাড়িতে বেড়াতে আসে। সেখানে পাশ্ববর্তী যমুনা নদীতে গোসল করতে নামে এবং নদীর পানিতে ডুবে ওই তিন বোনের মৃত্যু হয়।