স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানোর চেষ্টা করা হলেও পুরোপুরি বিধিনিষেধ মেনে গাড়ি চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি ও উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
তিনি বলেন, সরকারি বিধিনিষেধ পুরোপুরি মেনে গণপরিবহন চালু রাখা সম্ভব নয়। তবুও আমরা স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানোর চেষ্টা করছি। বিভিন্ন কারণে এটা অসম্ভব।
বুধবার দুপুরে রংপুর জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মসিউর রহমান রাঙ্গা।
তিনি বলেন, সকালে ও বিকেলে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সকালে বেশিরভাগ মানুষ অফিসে যান। এসময় সবাই তাড়াহুড়ো করে গাড়িতে উঠতে চান।
একটা গাড়িতে একজন ড্রাইভার, একজন হেলপার ও টিকেট কালেক্টর থাকেন। তারা তো একাই এতো যাত্রীদের সামাল দিতে পারেন না। অনেক সময় যাত্রীরা ধাক্কা দিয়ে গাড়িতে উঠে যায়।
রাঙ্গা বলেন, করোনায় লকডাউনে ৮৭ দিন গাড়ি (চলাচল) বন্ধ ছিল। আমাদের অনেক ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। আমরা গাড়ি না চালালে সরকারকে রাজস্ব দিতে পারব না। এজন্য সরকারের কাছে রাজস্ব মওকুফের আবেদন জানিয়েছি। সরকার থেকে আমাদের প্রণোদনা দেওয়ার কথা। প্রণোদনার টাকা হাতে পেলে প্রত্যেক জেলায় পাঠানোর ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত মালিক-শ্রমিক সবাইকে প্রণোদনা দিচ্ছে সরকার। সারাদেশে প্রায় ১২ লাখ গাড়ি রয়েছে। আমরা সরকারের কাছে ২৫ হাজার কোটি টাকা প্রণোদনা চেয়েছি। এখন সরকার বিবেচনা করবে, কমও দিতে পারে, আবার বেশিও দিতে পারে।
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা মোটর মালিক সমিতির সাবেক সভাপতি আবু আজগর পিন্টু, সাবেক সিনিয়র সহ-সভাপতি একেএম মোজাম্মেল হক প্রমুখ।