টানা ৯ দিন স্থগিত থাকার পর সৌদিআরবে ফ্লাইট চালু করেছে বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার দেশটির উদ্দেশ্যে তিনটি ফ্লাইট চলবে।
এদিন বিকেল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশ্যে ফ্লাইট একটি ফ্লাইটটি ছেড়ে গেছে।
বিমানের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, সৌদিআরবের উদ্দেশ্যে শনিবার তিনটি ফ্লাইট ছেড়ে যাবে। একটি ফ্লাইট দাম্মামের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সন্ধ্যা সোয়া ৬টায় জেদ্দার উদ্দেশ্যে দ্বিতীয় ফ্লাইট ও আজ রাত ৩টা ২০ মিনিটে রিয়াদের উদ্দেশ্যে বিমানের তৃতীয় ফ্লাইটটি ছেড়ে যাবে।
এর আগে ২৯ মে থেকে সৌদিগামী সব ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
গত ২৩ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে বলেছিলেন, সৌদি আরবে হোটেল ও কোয়ারেন্টিন প্যাকেজ সুবিধা নিশ্চিত করে ২৯ মে থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।