স্টাফ রিপোর্টার : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। তারা উভয়েই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। রবিবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। অপু বলেন, ‘প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিব স্যার গতকাল আইইডিসিআরে নমুনা দিয়েছিলেন। পরে তাদের করোনা পজিটিভ আসে। আজ আবার রাজারবাগ পুলিশ হাসপাতালে নমুনা দিয়েছেন। এখনো ফলাফল পাওয়া যায়নি। বর্তমানে দুজনই সুস্থ আছেন এবং বাসায় আছেন।’ এর আগে রবিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল করোনায় আক্রান্ত হয়েছেন। জাতীয় সংসদের চলমান বিশেষ অধিবেশন উপলক্ষে নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। গত মার্চে দেশে করোনাভাইরাসের সংক্রমণ হওয়ার পর থেকে বেশ কয়েকজন মন্ত্রী ও সাংসদ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কয়েকজন মারাও গেছেন। তবে বেশির ভাগই সুস্থ হয়ে উঠেছেন।