রাজধানীর রোকেয়া সরণি এলাকা থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়েছে।
সোমবার বিকেলে রোকেয়া সরণির সংসদের উত্তর গেট বরাবর সড়কে এ ঘটনা ঘটে। অফিস শেষ করে বাসায় ফিরছিলেন মন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমি গাড়িতে বসে কথা বলছিলাম। সিগনালে গাড়ি থামার কিছুক্ষণ পরই হঠাৎ ছোঁ মেরে হাত থেকে মোবাইল নিয়ে গেল। কোন দিকে ছিনতাইকারী হারিয়ে গেল তা আর বোঝা গেল না।
মন্ত্রী বলেন, আমি সাধারণত আগে-পিছে পুলিশের নিরাপত্তা বহর নিয়ে চলি না। এমনিতেই চলে যায়। তবে ছিনতাই হওয়া মোবাইলটা আমার অনেক আগের। বিদেশে থাকা ছেলে অনেক দাম দিয়ে মোবাইলটি কিনে দিয়েছিল।
অ্যাপেল ব্র্যান্ডের মোবাইল ফোনটির দাম এক লাখ টাকার মতো। অবস্থান শনাক্ত করার পদ্বতি ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই ) সুবিধা ছিল ফোনে।ছিনতাইয়ের ঘটনার পরপরই পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
এদিকে এ ঘটনায় মন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) কাফরুল থানায় একটি মামলা দায়ের করেছেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার এবং ছিনতাইকারীকে ধরতে পুলিশ কাজ করছে ।