সাভারের আশুলিয়ায় একটি বাড়িতে বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। বুধবার ভোর ৫টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর কবরস্থান রোডের পূর্ব পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
অগ্নিদগ্ধরা হলেন-মো. হাকিম (৩২), তার স্ত্রী মোছা. আদুরী (২৬), মো. আউয়াল (৩৫), আফরোজা (৩০), মোছা. রেনু (২৭) ও আফিয়া (৮)। এদের মধ্যে শিশু ছাড়া বাকি পাঁচজন গার্মেন্টসে চাকরি করেন। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে ওই বাড়িটিতে তিনটি পরিবারই বসবাস করত।
বিস্ফোরণে আহত ছয়জনের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি চারজনকে প্রথমে স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাদেরক ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বুধবার ভোরে বাড়িটিতে আগুন লাগে। এতে তিন কক্ষের মোট ছয়জন দগ্ধ হয়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৪ এর সহকারী পরিচালক মো. আব্দুল আলিম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ির টিনের চালের একটি অংশ উড়ে গেছে এবং দেয়ালে ফাটল হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টয়েলেটের বায়োগ্যাস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। কারণ ঘটনাস্থলে গ্যাস সিলিন্ডার বা গ্যাস লাইনে বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি।