গাইবান্ধায় বিদ্যুৎস্পর্শে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে শহরের পুরনো জেলখানা মোড়ে নির্মাণাধীন পুলিশবক্স ভবনের পাশে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ সার্জেন্টের নাম ফয়সাল মামুন (৩১)। তিনি দিনাজপুর সদর উপজেলার উতরাইল গ্রামের বাসিন্দা। মামুন ২০১৭ সালে সার্জেন্ট হিসেবে ট্রাফিক পুলিশে যোগ দেন।
গাইবান্ধা জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) নূর আলম সিদ্দিক জানান, মামুন দায়িত্ব পালন শেষে ব্যারাকের নিচতলায় তার নিজ ঘরে ফেরেন। পরে মোবাইল ফোনে কথা বলতে বলতে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় উঠেন।
সেখানে গিয়ে কথা বলতে বলতে পায়চারীর সময় ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ সরবরাহের ৩৩ হাজার ভোল্টেজের তারে অসাবধানতাবশত তার হাতে লাগে। এ সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই নূর আলম মারা যান।
তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিভাগকে খবর দেওয়া হলে তারা সঞ্চালন বন্ধ করে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে।
লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।