ভোলার ইলিশার জংশনের পন্ডিতের পুল এলাকায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু হয়েছে। বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়েছেন আরও দুইজন।
শনিবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, পন্ডিতের পুল এলাকার বেপারী বাড়ির আবদুল মালেক শ্রমিক জসিমকে নিয়ে তার সদ্যনির্মিত সেপটিক ট্যাংক পরিস্কার করতে যান। ট্যাংকের ভেতরে নামার পর জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্রমিক জসিম অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে নেমে বাড়ির মালিক আবদুল মালেকও অসুস্থ হয়ে পড়েন। এসময় তার চিৎকার শুনে তাদের উদ্ধার করতে শাহাবুদ্দিন ও কবির নামের দুই পথচারী ট্যাংকে নেমে তারাও বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে গুরুতর অবস্থায় চারজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মালেক ও জসিমকে মৃত ঘোষণা করেন। আহত শাহাবুদ্দিন ও কবিরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আমান উল্যাহ জানান, জমে থাকা গ্যাসে দুইজনের মৃত্যু হয়েছে।
সদর থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতাল নিলে চিকিৎসক দু্নজনকে মৃত ঘোষণা করেন।