সরকারের সব কর্মকাণ্ডের মূলে দুর্নীতি রয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, বিশ্বব্যাংকের জলবায়ু পরিবর্তন তহবিল থেকে আসা অর্ধেক টাকাই লুট করা হয়েছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির উদ্যোগে ‘বৈশ্বিক দুর্যোগ, ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিশ্বে যে মাহামারি দেখা দিয়েছে প্রকৃতির ওপর অন্যায় করার কারণে। প্রকৃতি এখন প্রতিশোধ নিচ্ছে। প্রকৃতির ওপর মানুষ যে অন্যায় করেছে, তাকে যেভাবে ধ্বংস করেছে, এখন সেই প্রতিশোধ নিচ্ছে।’
বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হলেও ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুর্যোগ প্রতিরোধে কোনো বরাদ্দ রাখা হয়নি বলেও জানালেন বিএনপির মহাসচিব।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘মজার ব্যাপার হলো, বিশ্ব জলবায়ু পরিবর্তন বিষয়ে বিশ্বব্যাংকের একটা ফান্ড আছে। গত কয়েক বছরে এখন থেকে ৭০০ কোটি টাকা আসছে। এই টাকার অর্ধেক খেয়ে ফেলেছে আর অর্ধেক ফিরিয়ে দিয়েছে। কোনো কাজ করতে পারেনি। তাদের সব কাজের মূল লক্ষ্য হচ্ছে লুট করা।’
করোনার কারণে অসহায়দের প্রতি নজর না দিয়ে সরকার মেগা প্রকল্পগুলো নিয়েই পড়ে আছে বলে অভিযোগ বিএনপির এই নেতার।
মির্জা ফখরুল বলেন, ‘আমার বারবার বলছি, করোনকালীন ছয় কোটি মানুষ দরিদ্র হয়ে গেছে। তাদের বাঁচাতে হলে নগদ অর্থ দিতে হবে। তাদের কাছে টাকাটা পৌঁছে দেয়ার ব্যবস্থা করতে হবে। তবে সেই দিকে সরকারের কোনো লক্ষ নেই।
‘সরকার একটি হিসাব দিয়েছে, দরিদ্রদের ১০ হাজার কোটি টাকা দিয়েছে। তবে এই প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে।’