রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় চারশ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের জন্য তাৎক্ষণিক পাঁচ হাজার টাকা করে অনুদান ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম আতিক।
সোমবার দুপুর ১২ টায় আগুনে ক্ষতিগ্রস্ত বস্তি পরিদর্শন করেন মেয়র আতিক।
এ সময় ঘোষণা দিয়ে তিনি আররও বলেন, ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের ঘর নির্মাণের জন্য টিনের ব্যবস্থা করা হবে। আর এসব বস্তিবাসীর জন্য তাৎক্ষণিক খাবারের ব্যবস্থা করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় সাথে কথা বলে আমরা আরো কি ধরনের অনুদান এবং সহযোগিতা এখানে প্রদান করা যায় সেগুলো নিয়ে কার্যক্রম পরিচালনা করছি।
অগ্নিকাণ্ডের শিকার এই বস্তিতে এসে ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলেছেন মেয়র আতিক। যে অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন উত্তর সিটি মেয়র।