নৌ নিরাপত্তা নিশ্চিতকরণ ও সরকারি রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে নিবন্ধনবিহীন নৌযানসমূহকে আইনের আওতায় আনার কার্যক্রম শুরু করেছে নৌ পরিবহন অধিদপ্তর। এরই অংশ হিসেবে বুধবার চাঁদপুর শহরের লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে বালুবাহীসহ ৪১টি অনিবন্ধিত নৌযানের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ (আইএসও) ১৯৭৬ এর বিভিন্ন ধারা ও সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের অভিযোগে এসব নৌযানের কাছ থেকে জরমিানা বাবদ ১৪ লাখ ৬০ হাজার টাকা আদায় করা হয়। আদায়কৃত অর্থ চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে বলে অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল হক জানিয়েছেন।
নৌ পরিবহন অধিদপ্তরের পরিচালক (উপ-সচিব) ও নির্বাহী হাকিম বদরুল হাসান লিটনের নেতৃত্বে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে সংস্থার নির্বাহী হাকিম ও স্পেশাল অফিসার (মেরিন সেফটি) শারমিন আক্তার এবং নির্বাহী হাকিম ইমদাদুল হক তালুকদার অংশ নেন। এছাড়া নৌ পুলিশ, র্যাব ও কোস্টগার্ডের সদস্যরা সার্বিকভাবে এই অভিযানে সহায়তা দেন। ভবিষ্যতে অবৈধ ও আইন অমান্য করে কোনো ধরনের নৌযান না চালানোর জন্য মালিক, মাস্টার ও ড্রাইভারদের কঠোরভাবে সতর্ক করে দেন ভ্রাম্যমান আদালত।
প্রসঙ্গত, নৌ অধিদপ্তরের পরিচালক বদরুল হাসান লিটনের নেতৃত্বে গত ৩ জুন রাজধানীর পূর্বাচলের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে এই অভিযান শুরু হয়।