মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে প্রতিটি উপজেলা পর্যায় পর্যন্ত তথ্য অধিদফতরের শাখা বিস্তার করা, যেন মানুষের মধ্যে তথ্যের অবাধ প্রবাহ ছড়িয়ে দেয়া যায়।
শুক্রবার সকালে নবনির্মিত পিরোজপুর প্রেস ক্লাব কমপ্লেক্স ভবনের পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে বিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, রাষ্ট্রের মালিক জনগণ। জনগণকে অন্ধকারের মধ্যে রেখে একটা রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। প্রধানমন্ত্রী চান গণমাধ্যম বিকশিত হোক।
শ.ম রেজাউল করিম বলেন, এই সরকার যত বেশি গণমাধ্যমের অনুমোদন দিয়েছেন ৫০ বছরের ইতিহাসে তা কেউ করতে পারেনি। শেখ হাসিনার সরকার আমলে তথ্য আইন হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- পিরোজপুর প্রেসক্লাব আহ্বায়ক গৌতম রায় চৌধুরী, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, জেলা তথ্য দফতরের উপ-পরিচালক আমিরুল আজম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, মুনিরুজ্জামান নাসিম আলী প্রমুখ।