রাজধানীতে আইস মাদকসহ নানা ধরণের মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে এই চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়।
শুক্রবার বিকেলে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, এই চক্র ল্যাব তৈরি করে নতুন মাদক তৈরি করতো এবং সেখানেই গ্রুপভিত্তিক মাদক সেবন করতো। এই চক্রের বেশিরভাগ সদস্য বিদেশে লেখা পড়া করে দেশে এসে গড়ে তুলেন মাদকের সম্রাজ্য। এই মাদক তারা নিজেরা নানাভাবে ছড়িয়ে দিতো ঢাকাসহ সারাদেশে।
র্যাব আরও জানায়, উত্তরায় তৌফিকের বায়িং হাউজে অভিযান চালিয়ে ইয়াবা, ক্রিস্টাল আইস, কেমিক্যাল ল্যাব উদ্ধার করা হয়। এই গ্রুপটি ইয়াবা দিয়ে ব্যবসা শুরু করলেও পরে মাদক সেবীদের চাহিদা মাফিক আইস ও নিজেদের উদ্ভাবিত ঝাক্কি নামের মাদক বিক্রি শুরু করে ।