রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন এবং নওগাঁর একজন মারা গেছেন। মৃতদের মধ্যে ৯ জনই করোনার উপসর্গ নিয়ে এবং একজন করোনা পজিটিভ হয়ে মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৪ জন। এর মধ্যে শুধু রাজশাহীরই ৩৫ জন রয়েছেন।
এ নিয়ে ২৭১ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩৭৭ জন। এর মধ্যে রাজশাহীতে ২২৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭৫ জন, নাটোরের ২৯ জন, নওগাঁর ৩২ জন, পাবনার ৬, কুষ্টিয়ার ৪ জন এবং চুয়াডাঙ্গার দুজন রয়েছেন।
এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪১৫টি নমুনা পরীক্ষায় ১৯৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এ দিন রাজশাহীতে শনাক্তের হার ৪৬ দশমিক ৯৯ শতাংশ।
অপরদিকে নওগাঁ জেলার ৩৭টি নমুনায় ২২ জনের পজেটিভ আসে। নওগাঁয় শনাক্তের হার ছিল ৫৯ দশমিক ৪৬ শতাংশ। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ২০০ নমুনায় ৬৩ জনের পজিটিভ আসে। সেখানে শনাক্তের হার ৩১ দশমিক ৫ শতাংশ।