শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :

করোনা: ২৪ ঘণ্টায় আরও ৮২ মৃত্যু, শনাক্ত ৩৬৪১

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ১৯১ পাঠক পড়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮২ জন। এর আগে, গতকাল ৬৭ জন ও গত পরশু ৫৪ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১৩ হাজার ৫৪৮ জন।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩ হাজার ৬৪১ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৮ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৮ দশমিক ০২ শতাংশ ও গত পরশু ছিল ১৮ দশমিক ৫৯ শতাংশ।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২২ হাজার ২৩১টি নমুনা পরীক্ষা করে আরও ৩ হাজার ৬৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জন।

এর আগে, গতকাল ৩ হাজার ৫৭ জন ও গত পরশু ৩ হাজার ৮৮৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮২ জনের মধ্যে ৫৫ জন পুরুষ ও ২৭ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ১১-২০ এর মধ্যে, দুই জনের ২১-৩০ বছরের মধ্যে, নয় জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ২১ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৩৮ জন।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580