গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ১৩ জন, নওগাঁর চারজন এবং চাঁপাইনবাবগঞ্জের একজন রয়েছেন।
মৃতদের মধ্যে ৮ জন করোনা পজেটিভ এবং ১০ জন উপসর্গ নিয়ে মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৪ জন। এর মধ্যে শুধু রাজশাহীরই ৩৩ জন এবং চাঁপাইনবাবগঞ্জের ১০ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে ৩৫৭ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪০৪ জন। এর মধ্যে রাজশাহীর ২৭২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৯ জন, নাটোরের ২৬ জন, নওগাঁর ৩২ জন, পাবনার ১০ জন, কুষ্টিয়ার ৩ জন এবং চুয়াডাঙ্গার ১জন রয়েছেন।
এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৮০টি নমুনা পরীক্ষায় ১২৯ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৯৪ শতাংশ। নওগাঁর ১৮৩ নমুনা পরীক্ষায় ৫০ জনের পজেটিভ আসে। শনাক্ত হার ২৭ দশমিক ৩২ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৯১ নমুনায় ৯ জনের পজেটিভ আসে, শনাক্তের হার ৯ দশমিক ৮৯ শতাংশ।