স্টাফ রিপোর্টার: বাংলাদেশ বেতারের প্রভাবশালী এক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য সম্প্রতি এ ব্যাপারে একটি আবেদন জমা হয়েছে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে। একই প্রতিষ্ঠানের মো. জাকির হোসেন নামে এক ব্যাক্তি দুদক চেয়ারম্যান বরাবর এই অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে জানা যায়, প্রতিষ্ঠানটির এক শীর্ষ কর্মকর্তা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাত করে বিদেশে পাচার করেছেন। উল্লেখিত প্রকল্পের মধ্যে রয়েছে- বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বেতারের অনুষ্ঠান প্রচারের যন্ত্রপাতি ক্রয়, জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণের কার্যাদেশ প্রদান করে অর্থ-অত্মসাত, জাতীয় বেতারভবন আধুনিকায়ন প্রকল্প, বেতারের অযোগ্য কর্মকর্তা কর্মচারিদের পদোন্নতি প্রদান করে অর্থ আত্মসাত, করোনা মহামারির সময় রাজস্ব খাতে ক্রয়ে অনিয়ম, ট্রান্সমিটার অচল কিন্তু অনুষ্ঠান নির্মাণ ও প্রচার দেখিয়ে অর্থ আত্মসাত, বিগত অর্থবছরের বিভিন্ন বাজেট বরাদ্দে অনিয়ম ইত্যাদি।
অভিযোগে বলা হয়, এসব অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে প্রভাবশালী ওই কর্মকর্তা বসুন্ধরা আবাসিক এলাকায় প্লট ক্রয়, মতিঝিলের একটি মানি চেঞ্জারের মাধ্যমে হুন্ডি করে বিদেশে অর্থ পাচার, উত্তরায় অত্যাধুনিক ফ্ল্যাট ক্রয়, ধানমন্ডীতে আরও একটি ফ্ল্যাট ক্রয়সহ নিজ জেলা টাংগাইলে আত্মীয়স্বজনের নামে ৬০ শতাংশ জমি ক্রয় করেছেন। অভিযোগকারি এসব ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ এবং প্রতিষ্ঠানটি রক্ষার আবেদন জানিয়েছেন।#