শাহিদা খাতুন
সূর্য, তোমার বহুত সাহস দেখি,
পুড়াবে আমায় ভিষণ খরায়।
হা হা হা হা হাসালে আমাকে
জানো না কি ছত্র কিনেছি কত শত কোটি টাকায়?
ওকি!! তুমি মেঘ হিমালয়
গূড়ুম গুড়ুম ডাক মারছো!!!
হা হা হা হা ওতে কি আর আমি ডরাই?
জানো না কি ছত্র কিনেছি কত শত কোটি টাকায়?
আরে আরে আরে প্লাবনের ভয় দেখাস নদী।
উথলে তুমি যতই ওঠো
চেন না আমার ছত্র ডাটো!!!
আমি কি আর ডরি বন্যায়
জানো না কি ছত্র কিনেছি কত শত কোটি টাকায়?
আরে আরে ও কে? কাল বোশেখী???
তুফান বেগে আসছো ছুটে
ভাবছো আমি ডরাই বটে!!!
আমার ছত্রবৃহৎ অতি,শক্ত,মজবুত বাট-স্টিক,
উল্টাবে না, যতই ঝড়ে লণ্ডভণ্ড করো দশদিক।
আমি কি আর ঝড়ে ডরাই
জানো না কি ছত্র কিনেছি কত শত কোটি টাকায়?
খরা, দূর্যোগ,ঝড় বন্যায়
কার সাধ্য আমাকে ঠ্যাঙায়!!!
আছেন আমার ছত্রপতি।
রাখবেই সে ছত্রছায়ায়।
বাড় বাড়িস নে ওহে সুর্য,
কেড়ে নিব তোর আলোক যত
গভীর কালো আঁধার দিয়ে করে দেব তোর উষ্মা নত।
মেঘবালক তোর সকল পানি
এক নিঃশ্বাসে নেব টানি।
বাষ্পহারা করে তোকে উড়িয়ে দিব যমালোকে।
ওরে নদী!!! মরছিস কেন মিথ্যা ফুঁসে
তোর ভরা জোয়ারে দেব বান্ধাল,
সব দরজা দেব এঁটে ক’ষে।
শেষ করে দিব বয়ে চলা তোর
দেখে নিব!!! দেখাস তুই কোন সাগরের জোর!!!
তুই বেয়াড়া কালবোশেখী,
আমাকে কি আর চোখ রাঙাবি
ভেঙ্গে দেব তোর জোর ঘূর্ণি।
দাপট দেব লোপাট করে,শুন্য হয়ে যাবি চূর্ণি।
হা হা হা, আমি কি আর তোদের ডরাই!!!
জানিস না কি ছত্র কিনেছি কত শত কোটি টাকায়?
আছেন আমার ছত্রপতি।
রাখবেই সে ছত্রছায়ায়।