কঠোর লকডাউনের বিধিনিষেধ না মানায় রাজধানীর তেজগাঁও জোনের ৬ থানায় ১৬৭ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এদের সবার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সারাদেশে কঠোর বিধিনিষেধ চলছে। এবারের কঠোর লকডাউনে পুলিশ, র্যাব-বিজিবির সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। ঢাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে তারা। বিনা প্রয়োজনে কেউ বের হলে তাকে আটক করা হচ্ছে।
তেজগাঁও জোনের এডিসি হাফিজ আল ফারুক বলেন, ‘লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে বাসা থেকে বের হাওয়াতে সকাল থেকেই তেজগাঁও জোনের অধীনে থাকা ৬ থানা এলাকায় ১৬৭ জনকে আটক করা হয়েছে।’
যাদের সবাই বিরুদ্ধে ডিএমপির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।