পাবনায় আবারও রেকর্ড ভেঙেছে করোনা শনাক্তের হার। বৃহস্পতিবার জেলায় ১৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর আগে বুধবার সর্বোচ্চ ১৭৭ জন শনাক্ত হয়।
ডেপুটি সিভিল সার্জন কে এম আবু জাফর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন।
এদিকে করোনা উপসর্গে গত ২৪ ঘণ্টায় জেলায় শিক্ষক, মুক্তিযোদ্ধা, চিকিৎসকসহ কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বুধবার রাতে জেনারেল হাসপাতালে একজন মারা যান।
এ ছাড়া সদর উপজেলায় চারজন, ঈশ্বরদীতে দুজন, সাঁথিয়ায় দুজন এবং বেড়া উপজেলায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃত্যুর সঠিক পরিসংখ্যান জানাতে পারেনি স্বাস্থ্য বিভাগ।
তিনি আরও বলেন, ‘জেলায় ১ হাজার ২১০ জনের নমুনা পরীক্ষা করে ১৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এটিই পাবনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৮৭ শতাংশ।’
তিনি জানান, করোনা সংক্রমণ প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ায় এবং জনসাধারণ স্বাস্থ্যবিধি না মানায় পাবনায়ও করোনা সংক্রমণ বেড়ে গেছে। সচেতন না হলে সংক্রমণ ও মৃত্যু দুই-ই বাড়বে।
এ ছাড়া আক্রান্তের একটি বড় অংশ করোনা পরীক্ষা না করা এবং হাসপাতালের বাইরে মারা যাওয়ায় সঠিক পরিসংখ্যান জানা সম্ভব হচ্ছে না।