রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগমের বিরুদ্ধে ভর্তি বাণিজ্য, ফরম পূরণে অতিরিক্ত অর্থ নেওয়াসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৯ আগস্ট) দুদকের গণমাধ্যম শাখা এ তথ্য জানিয়েছে। দুদক বলছে, স্কুলটির অধ্যক্ষ ড. শাহান আরা বেগমের বিরুদ্ধে কিছু অভিযোগের অনুসন্ধান চলছে। এছাড়া তার বিরুদ্ধে নতুন করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এর আগে গত বছরের নভেম্বরে শিক্ষার্থীদের কাছ থেকে বিশেষ ক্লাসের নামে বাধ্যতামূলক অর্থ আদায়ের অভিযোগে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখায় অভিযান চালায় দুদক। সেসময় দুদক জানায়, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং এর জন্য কিছু তথ্য-উপাত্ত জব্দ করেছে তারা।
২০১৮ সালের স্কুলটির কয়েকটি শাখায় দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠে।
এর পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর ১৮(খ) অনুচ্ছেদ অনুযায়ী স্কুলটির অধ্যক্ষ ড. শাহান আরা বেগমের এমপিও স্থগিত করার জন্য শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা দেয় মাউশি।
যদিও পরে অধ্যক্ষ শাহান আরা বেগমের এমপিও স্থগিতের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এর ফলে আপাতত তার এমপিও সুবিধা পেতে কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবীরা।