পাকিস্তান ক্রিকেট দল থেকে আকস্মিক পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস। আজ সোমবার সকালে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবির কাছে তারা নিজেদের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।
পিসিবির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, পারিবারিক ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মিসবাহ উল হক। অন্যদিকে, ওয়াকার ইউনিস বলছেন, মিসবাহ পদত্যাগ করাতেই তিনিও এ সিদ্ধান্ত নিয়েছেন।
২০১৯ সালের সেপ্টেম্বরে একই সঙ্গে জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হন এই দুই কিংবদন্তি। তার আগে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন ওয়াকার। মিসবাহ যুক্ত হওয়ার পর তিনি বোলিং কোচের দায়িত্ব পান। দু’জনেরই চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি ছিল।
মিসবাহ বলেছেন, দীর্ঘদিন ধরে জৈব সুরক্ষা বলয়ে থাকার কারণে তিনি পরিবারকে সময় দিতে পারছিলেন না। তাই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ওয়াকার ইউনুস বলেছেন, মিসবাহ আমাকে তার সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পরিকল্পনা জানায়। এরপর আমার জন্য পদত্যাগের সিদ্ধান্ত কঠিন ছিল না। আমরা একই সঙ্গে দায়িত্ব নিয়ে জুটি হয়ে কাজ করেছি। এখন একই সঙ্গে পদ থেকে অব্যাহতি নিচ্ছি।
এদিকে, আসন্ন নিউজিল্যান্ড সিরিজে আপাতকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাকলাইন মুশতাক। বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুল রাজ্জাক।