বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :

আমার চেয়ে আমার চুরি হওয়া ফোন বেশি জনপ্রিয়: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২৫৫ পাঠক পড়েছে

গাড়ির জানালা দিয়ে ছিনতাই হওয়া পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে অবশেষে; এই ফোন উদ্ধার করতে পুলিশসহ অনেকেই মন্ত্রীর খোঁজ খবর নিয়েছেন।

নবনিযুক্ত পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের সংবর্ধনা উপলক্ষে সোমবার এনইসি সম্মেলনে কক্ষে এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মন্ত্রী বলেন, আমার চাইতে আমার মোবাইল ফোনটা বেশি জনপ্রিয়। আমার মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল। অনেকে খোঁজ খবর নিয়েছেন। পুলিশ বাহিনীকে ধন্যবাদ, তারা শেষ পর্যন্ত আবার ফোনটি আমার হাতে এনে দিতে পেরেছেন।

এর আগে  পরিকল্পনামন্ত্রী বলেন, মোবাইল আমার অনেক প্রিয়। আমার ছেলে এটি উপহার দিয়েছিল।

প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ নিয়ে তিনি বলেন, মন্ত্রণালয়ে নতুন একটি ইঞ্জিন যুক্ত হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকলে কাজ করি। এর মধ্যে প্রতিমন্ত্রীর নিযুক্তি আমাদরে শক্তি আরও বাড়াবে। মন্ত্রী প্রতিমন্ত্রীকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

প্রসঙ্গত, ৩১ মে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বের হয়ে বিজয় সরণির ট্রাফিক সিগন্যালের যানজটে আটকা পড়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে বহনকারী গাড়িটি।

গাড়ির গ্লাস খুলে ফোন হাতে কথা বলছিলেন মন্ত্রী। এ সময় হঠাৎ এক ছিনতাইকারী ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। মন্ত্রীর ব্যক্তিগত সহকারী কাফরুল থানায় একটি মামলা করেন।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580