রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ৩৮ জোড়া আন্তঃনগর, ১৯ জোড়া মেইল ও কমিউটার দিয়ে শুরু হচ্ছে ট্রেন যাত্রা।
মঙ্গলবার দুপুরে রেলভবনে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এক আসন ফাঁকা রেখে ট্রেন চলবে। প্রতিটি ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে, সব টিকিট অনলাইনে বিক্রি হবে। বন্ধ থাকবে কাউন্টার।
তিনি জানান, ঢাকা থেকে চট্টগ্রাম সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলি ও মহানগর প্রভাতি; ঢাকা থেকে সিলেট জয়ন্তিকা এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস; ঢাকা থেকে রাজশাহী পদ্মা এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস; ঢাকা থেকে খুলনা চিত্রা এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ছেড়ে যাবে।
উল্লেখ্য, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। তাই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেল চলাচলের ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।