শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :

একনেক ৯টি প্রকল্প অনুমোদন

নিউজ ডেক্স:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭৮ পাঠক পড়েছে

বাংলাদেশ নেপাল চীন মায়ানমারের সাথে সড়কপথ সরাসরি সংযুক্ত থাকবে- প্রধানমন্ত্রী

আফরোজা সুলতানা : গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা মন্ত্রনালয়ে অনুষ্ঠিতব্য একনেক সভার চেয়ারপার্সন প্রধানমন্ত্রী কিছু দিক নির্দেশনা প্রদান করেছেন । এটি বর্তমান অর্থ বছরের ২২ তম সভা বর্তমান সরকারের ৫৫ তম সভা। একনেক সভার পরবর্তী সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে সরাসরি যুক্ত হয়ে এসকল নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান । প্রধানমন্ত্রী বলেন ঃ মন্ত্রীসভার চেয়ে ও বেশী অপেক্ষা করি একনেক সভার জন্য । কারন দেশের ও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ও উন্নতির সকল কর্মকাণ্ড সাধিত হয় এই একনেক সভার মাধ্যমে। এজ একনেক সভায় ৬ টি মন্ত্রনালয়ের ৩ টি সংশোধনী সহ ৯ টি প্রকল্পের অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী ইন্টারনেট এর সম্প্রচারের ব্যাপারে গুরুত্ব আরোপ করে বলেন আপনারা থাকেন বা না থাকেন ৫ জি, ৬ জি, ৭ জি এভাবেই দেশ এগিয়ে যাবে আগামীর উন্নয়নের পথে”। নদী খনন ও আধুনিকীকরণ সহ অত্যাধুনিক ট্রেজার ড্রেজার মেশিন আমদানি সহ বাংলাদেশে ২১ শতকের প্রথম সর্ব বৃহৎ পায়রা বন্দর গড়ে তোলা হবে। এই নিয়ে দক্ষিনাঞ্চলে মোট ৪ টি বৃহৎ সমুদ্র বন্দর তৈরির কাজ চলছে । ঢাকা থেকে বিনা বাধায় সিলেটে েেয্ত পারে সবাই তার সু ব্যাবস্থা করবে এই সরকার। পশিম দিগন্তে নয় পূর্ব দিগন্তে ধাবমান বর্তমানের উন্নয়নশীল বাংলাদেশ নেপাল চীন মায়ানমারের সাথে সড়কপথে সরাসরি সংযুক্ত থাকবে। বিনা পয়সার সেবার দিন শেষ। সড়ক নির্মাণের সাথে সাথে ট্রল আদায় করে সরকারী খাতে জমা কৃত রাজস্ব পুরানো সড়ক গুলোর রুটি চিহ্নিত করে সংস্করণ করতে হবে। মাছের বসবাসের উন্নত ও দূষণ মুক্ত পরিবেশ তৈরির নির্দেশ প্রদান করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন , পচনশীল খাদ্য দ্রব্য ও মাছ মাংস ফ্রিজিং এর ব্যাবস্থা করতে হবে। ফসলের চারা বা বীজ আমদানি নয় নিজেদের উৎপন্ন করতে হবে । পায়রা বন্দরের সামগ্রিক পরিকল্পনা আগামীর একনেক সভায় উপস্থাপন করার নির্দেশ করেন প্রধানমন্ত্রী। প্রত্যেক জমির মালিক তাদের উপুযুক্ত ক্ষতিপূরণ পাবেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি (একনেক) প্রায় ১৯ হাজার ৮৪৪ কোটি ৫৭ লাখ টাকা ব্যয় সম্বলিত ৯টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৬ হাজার ৫৯৯ কোটি ৮৮ লাখ টাকা এবং বৈদেশিক উৎস হতে ঋণ ১৩ হাজার ২৪৪ কোটি ৬৯ লাখ টাকা। প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল গণভবনের সাথে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক-এর সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পসমূহ হলো: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের “বিটিসিএল এর ইন্টারনেট প্রটোকল (আইপি) নেটওয়ার্ক উন্নয়ন ও সম্প্রসারণ” প্রকল্প; নৌ-পরিবহন মন্ত্রণালয়ের “পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ (১ম সংশোধিত)” প্রকল্প; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের “সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন” প্রকল্প; তথ্য মন্ত্রণালয়ের “বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটিাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন ১ম সংশোধিত)” প্রকল্প; পানি সম্পদ মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প যথাক্রমে “পশ্চিম গোপালগঞ্জ সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্প (১ম পর্যায়)” প্রকল্প; “চট্টগ্রাম জেলাধীন হাটহাজারী ও রাউজান উপজেলায় হালদা নদীর উভয় তীরের ভাঙ্গন হতে বিভিন্ন এলাকা রক্ষাকল্পে তীর সংরক্ষণ কাজ (২য় সংশোধিত)” প্রকল্প এবং “ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন দৌলতখান পৌরসভা ও চকিঘাট এবং অন্যান্য অধিকতর ঝুঁকিপূর্ণ এলাকা মেঘনা নদীর ভাঙ্গন হতে রক্ষা” প্রকল্প; কৃষি মন্ত্রণালয়ের ২টি প্রকল্প যথাক্রমে “কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ” প্রকল্প এবং “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন” প্রকল্প। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান; কৃষিমন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক; তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক; বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এবং সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন। সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580