বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ওপেনার হিসেবে অটোম্যাটিক চয়েজ তামিম ইকবাল। অন্যপ্রান্তে তামিম পুরো ক্যারিয়ারে পেয়েছেন ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, নাঈম শেখদের।
গত সপ্তাহে জিম্বাবুয়ে সফরে ইনজুরির কারণে টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি তামিম। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও থাকছেন না দলে। তামিমের সঙ্গে পারিবারিক কারণে নেই আরেক অভিজ্ঞ ওপেনার লিটন দাসও।
দুই ওপেনারের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস শুরু করার দায়িত্ব পাচ্ছেন কে সেটা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। দলে রয়েছেন দুই ওপেনার সৌম্য সরকার ও নাইম শেখ। তবে ৫ ম্যাচের সিরিজে কেউ ইনজুরিতে পড়লে কে ধরবে হাল?
জবাবটা দিলেন টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো। জানালেন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বিকল্প ওপেনার হিসেবে দেখছেন তিনি। একই সঙ্গে জানান সাকিবের সঙ্গী হিসেবে মোহাম্মদ মিঠুন ভাবনায় আছেন।
রোববার এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটা জানান এই প্রোটিয়া কোচ।
ডমিঙ্গো বলেন, ‘আমরা এটা নিয়ে অনেক ভেবেছি। সাকিব আছে, সে ওপেনিংয়ে আসতে পারে। মোহাম্মদ মিঠুন দলে ফিরে এসেছে। সে মিডল অর্ডারে খেলে, তবে কেউ চোট পেলে এই ফরম্যাটে প্রয়োজনে সে ওপেন করতে পারে। আশা করি ওপেনারদের কিছু হবে না। কিছু হয়ে গেলে বিকল্প আছে আমাদের।’
ঘরোয়া ক্রিকেটে লম্বা সময় ধরে ওপেনার হিসেবে ভূমিকা পালন করেছেন মোহাম্মদ মিঠুন। সাম্প্রতিক সময়ে তিনি বনে গেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান। মূলত ঘরোয়া ক্রিকেটে ওপেন করার কারণেই ডমিঙ্গোর ভাবনায় এসেছেন ৩০ বছর বয়সী মিঠুন।
অপরদিকে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে জেমকন খুলনার হয়ে বেশ কিছু ম্যাচে ওপেনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
৩ আগস্ট থেকে মাঠে গড়াতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। মিরপুরের হোম অফ ক্রিকেট শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।