শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হলো ভূমি সেবা সপ্তাহ

জাফর আলম, কক্সবাজার:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৯০১ পাঠক পড়েছে

ভূমি সেবা অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ করুন” এ প্রতিপাদ্যে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ-২০২২। উপলক্ষে রবিবার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে র‌্যালী বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের উপসচিব কবীর মাহমুদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ২০২৫ সালের মধ্যে বাংলাদেশের ভূমি ম্যাপ ডিজিটিাইলজড-এ রুপান্তরিত করা হবে। যার ফলে দেশের যে কোন স্থান থেকে ডিজিটিাল পদ্ধতিতে জমি অধিগ্রহণ হলে কোনটি কোন শ্রেনীর জমি তাৎক্ষনিক জানা যাবে। এছাড়া সংশ্লিষ্ট সকল বিষয়ে দ্রুততম সময়ে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ডিজিটিাল পদ্ধতির মাধ্যমে ভূমি সেবাগ্রহীতাগণকে তাদের প্রয়োজনীয় সেবা গ্রহণের তাগিদ দেন। সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো মামুন, সহকারী কমিশনার (ভূমি) উখিয়া মো. তাজ উদ্দিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহেরসহ সরকারি কর্মকর্তাবৃন্দ।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে সদর উপজেলা ভূমি অফিসের স্থাপিত সেবা বুথে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করা হচ্ছে। এ সময় তাৎক্ষনিকভাবে ভূমিসেবা গ্রহীতার মাঝে জমিরপর্চাসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580