করোনাভাইরাসে আবারও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে ভারতে। গত একদিনে ৩ হাজার ৭৮৬ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ।
এর আগে গত ১ মে ভারতে মৃত্যুর রেকর্ড ছিল ৩ হাজার ৬৮৮ জন।
আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আজ বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ভারতে। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ২ লাখ ২৬ হাজার ১৬৯ জনে।
এছাড়া গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮২ হাজার ৬৯১ জন। এনিয়ে দেশটি মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬ লাখ ৫৮ হাজার ২৩৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ৪০০ জন।
এদিকে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৪৮ জন। আর মৃত্যুর হয়েছে ৩২ লাখ ৪১ হাজার ২৪ জনে।