দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক মৎস্যজীবীবিষয়ক সম্পাদক আহসান হাবিব কামালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সাবেক মেয়রকে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ আলম।
জেলার জানান, আহসান হাবিব কামাল আগে থেকেই অসুস্থ ছিলেন। তাঁকে নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে বেশ কিছুদিন ধরে কিছুটা অসুস্থ থাকায় কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহসান হাবিব কামাল।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার প্রশান্ত কুমার বণিক জানিয়েছেন, কারা হাসপাতালের চিকিৎসক কিছু পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের জন্য আহসান হাবিব কামালকে আজ মঙ্গলবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক মানবেন্দ্র সরকার সাবেক মেয়র আহসান হাবিব কামালকে দেখে বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষাসহ বেশ কিছু পরীক্ষা দিয়েছেন। তাঁকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
৪৫ লাখ টাকা আত্মসাতের মামলায় গত বছরের ৯ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক মৎস্যজীবীবিষয়ক সম্পাদক আহসান হাবিব কামাল এবং সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলামসহ পাঁচজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দেন বিভাগীয় স্পেশাল জজ আদালত। একই সঙ্গে আদালত সাবেক মেয়র কামাল ও মো. জাকির হোসেন নামের এক ঠিকাদারকে এক কোটি টাকা করে জরিমানা করেন।