শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
দৈনিক আজকের সংবাদ পত্রিকার সংবাদ পড়তে এখন থেকে আমাদের নতুন ওয়েবসাইট www.dailyajkersangbad.com ভিজিট করুন। টাংগাইল বন বিভাগের দোখলা সদর বন বীটে সুফল প্রকল্পে হরিলুট আগ্রাবাদ ফরেস্ট কলোনী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মোজাম্মেল হক শাহ চৌধুরী ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন এর নির্মানাধীন অফিসের চলমান কাজ পরিদর্শন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে: শেখ সেলিম সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল ইকোট্যুরিজম কেন্দ্র চলছে সীমাহীন অনিয়ম এলজিইডির কুমিল্লা জেলা প্রকল্পের পিডি শরীফ হোসেনের অনিয়ম যুবলীগে পদ পেতে উপঢৌকন দিতে হবে না: পরশ নির্বাচন যুদ্ধক্ষেত্র নয়, পেশি শক্তির মানসিকতা পরিহার করতে হবে: সিইসি

খালেদা জিয়ার চিকিৎসার অধিকার কেড়ে মানবাধিকার ক্ষুণ্ন করেছে সরকার : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ১৯৮ পাঠক পড়েছে

মানুষের অধিকার, ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার সব খর্ব হয়েছে। বিনা ভোটে এক দলীয় সরকার ব্যবস্থা খালেদা জিয়ার চিকিৎসার অধিকার কেড়ে নিয়ে তাঁর মানবাধিকার ক্ষুণ্ন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

শুক্রবার বিকেলে গুলশানের হোটেল লেকশোরে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস এবং আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘ডিজেনফ্রেনচাইজমেন্ট আন্ডার দ্য অথোরেটিরিয়ান রেজিম’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফখরুল আরও বলেন, ‘৫০ বছরেও দেশ আজ স্বাধীন নয়। জনগণের সরকার কায়েমের মাধ্যমে মানবাধিকার পুনরায় কায়েম করতে হবে।’

অনুষ্ঠানে বক্তব্যকালে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দরকার। স্বাধীনতার ৫০ বছর চলছে। দেশে কোনো স্বাধীনতা নাই, মৌলিক অধিকার নাই। আমি একজন ক্ষুদ্র মুক্তিযোদ্ধা, যুদ্ধে আহত হয়েছিলাম। আমার সঙ্গী-সাথিরা অনেকেই জীবন দিয়েছে। আমার কমান্ডার জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেন, আপনারা বিচার বিভাগ নিয়ে কথা বলেন, ‘মানবাধিকার ক্ষুণ্ন হওয়ার কথা বলেন? অথচ নির্বাচনে মানুষের ভোটের মূল অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিএনপির চেয়ারপারসন যে কি-না গণতন্ত্রের মা, তাঁর চিকিৎসার অধিকার কেড়ে নিয়ে মানবাধিকার ক্ষুণ্ন করা হয়েছে। বিচার বিভাগ ও মানুষের বাক্‌স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।’

এ অনুষ্ঠানে বিগত কয়েক বছরের গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবারের সদস্যরা আসেন। তারা তাদের দুর্বিষহ জীবনের কথা তুলে ধরেন।

নোয়াখালী লক্ষ্মীপুরের তৃণমূল বিএনপি নেতার স্ত্রী পূর্ণিমা। তার স্বামী আট বছর আগে গুম হয়েছে উল্লেখ করে বলেন, ‘আমার স্বামী গুম হয়েছে আট বছর। তিনি বেঁচে আছেন না কী মরে গেছেন সেটা আজও জানি না। বাহিনীর পরিচয়ে তাকে তুলে নেওয়ার পর আর ফিরে আসেনি। শুধু তাই নয় আমার দেবরও শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে হামলার শিকার হন। এসব করেই তারা শান্ত হয়নি, আমার সন্তানও নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের ৩ দিন পরে ফিরে পাই আমার সন্তানকে। শুধু বিএনপি করার কারণে আমরা কতটা অনিরাপদ, ঝুঁকিপূর্ণ জীবন যাপন করছি সেটা বলে বোঝানো যাবে না। এটা কোন ধরনের স্বাধীন দেশে আমরা আছি!’

২০১৩ সালে গুম হওয়া রাজধানীর মহানগর ওয়ার্ড বিএনপি নেতা সায়েদুল ইসলাম সুমনের ভাগ্নি আফরা আনজুম পূর্ণা বলেন, ‘আট বছর আগে আমার মামা সুমন গুম হন। এরপর তাকে আর পাওয়া যায়নি। ভাইয়ের শোকে আমার মা হাজেরা বেগম এখন শয্যাশায়ী। আমার মামার অপরাধ, তিনি বিএনপি করতেন। এখনো আমার পরিবার নানাভাবে পুলিশি হয়রানির শিকার হচ্ছে। কিছুদিন আগেও আমার মামার নিখোঁজ হওয়ার দিনে দোয়া মাহফিলের আয়োজনে পুলিশ অন্যায়ভাবে বাধা দেয়। পুলিশ বেআইনিভাবে বাসায় ঢুকে ওই দোয়া মাহফিলে আসা কিছু বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বাজে ব্যবহার করেন। আমরা খুব অনিরাপত্তা ও শঙ্কা নিয়ে প্রত্যেকটা দিন পার করছি। আমরা স্বাধীনতার ৫০ বছর পালন করব। এটা কী সত্যিকারের স্বাধীনতা, আমরা কী আসলেই স্বাধীন?’

২০১১ সালে গুম হন নিউ মার্কেট থানা ছাত্রদলের নেতা মাহমুদুর রহমান বাপ্পি। এরপর তাঁর বোন ও পরিবারের ওপর নেমে আসে অমানবিক নির্যাতনের খড়গ। সুমনের বোন ঝুমুর আক্তার বলেন, ১১ সালে গুম হওয়ার পরে আমার ভাইকে খুঁজতে র‍্যাব, পুলিশ, ডিবিসহ সকল বাহিনীর অফিসে অফিসে যাই। কেউ ভাইকে আটকের বিষয়টি স্বীকার করে না। কিছুদিন পর দেখি ভাইকে কোর্টে চালান করে দেওয়া হয়েছে। এই অবস্থার মধ্যেই আমার ভাইকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়। ভাই মারা যাওয়ার খবর পেয়ে আমার বাবা মারা যান স্ট্রোক করে। এরপর আমিসহ আমার পরিবারের সকলকে একের পর এক মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়। আমিও জেল খেটেছি,আমাকে জেলে রেখে ভাইকে হত্যার সওদা করা হয়েছে। আমাদের বাড়ি-ঘর, সব জমি-জমা আওয়ামী লীগের নেতারা দখল করে নিয়েছে। আমরা এই স্বাধীন দেশে কী ধরনের স্বাধীনতা উপভোগ করছি সেটা ভেবে পাই না? আমরা কী এমন স্বাধীনতা চেয়েছিলাম?

এ ছাড়া আরও কথা বলেন গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ জাতিসংঘের প্রতিনিধি, কানাডার প্রতিনিধি, ডিআই এবং এনডিএ’র প্রধিনিধিরা।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580