রাজধানীর গুলিস্তানে বাসের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছে। আজ শনিবার সকালে মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত তিন পথচারী আহত হন।
তাৎক্ষণিকভাবে নিহত দুইজনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ দুর্ঘটনায় অভিযুক্ত মেঘলা পরিবহনের বাসটি জব্দ করেছে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বাসটি দ্রুতগতিতে ফ্লাইওভার থেকে নামছিল। ওই সময় পথচারীরা রাস্তা পার হতে গেলে বাসটি তাদের ওপর উঠিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা খেয়ে সামনের অংশ দুমড়ে যায়, রেলিংয়ে থাকা লোহার গ্রিল ভেঙে পড়ে। এতে ফ্লাইওভারে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা বাসটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
ওয়ারি থানার ওসি কবির হোসেন হাওলাদার বলেন, বাসের চাপায় ঘটনাস্থলেই দুই পথচারী প্রাণ হারান। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে- বাসটি ব্রেক ফেল করায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে লোকজনের ওপর উঠিয়ে দিয়েছিল।