বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

গ্রীসে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত

নিউজ ডেক্স:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ১০১৭ পাঠক পড়েছে

গ্রীসের রাজধানী এথেন্সে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ব্যাপক উৎসাহ ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।

ক্রমশ অবনতিশীল করোনা পরিস্থিতির কারণে দূতাবাস প্রাঙ্গণে দূতাবাস পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)-এর পূণ্যময় জীবন ও কর্ম নিয়ে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল এবং তবারক বিতরণের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।

বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)-এর পূণ্যময় জীবন ও কর্ম নিয়ে আলোচনাকালে গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত আসুদ আহমেদ বলেন, বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)-এর আবির্ভাব বিশ্বমানবতার মু্ক্তির দ্বার খুলে দিয়েছিল। তিনি শুধু ধর্ম প্রচারই করেননি, আজীবন তিনি নির্যাতিত বিপন্ন মানুষের মঙ্গলের জন্য কাজ করেছেন। রাষ্টদূত আরো বলেন, আমরা তাঁর জীবন থেকে সহমর্মীতা, সহনশীলতা ও সততার অনন্য শিক্ষা গ্রহণ করে সমাজের প্রতি দায়িত্বশীল আচরণ এবং শান্তি ও সম্প্রীতির বিশ্ব গড়তে ভূমিকা রাখতে পারি।

দূতাবাসের কাউন্সিলর মো. খালেদ আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে হাফেজ মাওলানা মোঃ আব্দুল লতিফের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সদস্যদের এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া, দূতাবাসের করোনা আক্রান্ত সদস্যসহ সকল প্রবাসী ও বাংলাদেশে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580