শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দৈনিক আজকের সংবাদ পত্রিকার সংবাদ পড়তে এখন থেকে আমাদের নতুন ওয়েবসাইট www.dailyajkersangbad.com ভিজিট করুন। টাংগাইল বন বিভাগের দোখলা সদর বন বীটে সুফল প্রকল্পে হরিলুট আগ্রাবাদ ফরেস্ট কলোনী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মোজাম্মেল হক শাহ চৌধুরী ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন এর নির্মানাধীন অফিসের চলমান কাজ পরিদর্শন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে: প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে: শেখ সেলিম সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল ইকোট্যুরিজম কেন্দ্র চলছে সীমাহীন অনিয়ম এলজিইডির কুমিল্লা জেলা প্রকল্পের পিডি শরীফ হোসেনের অনিয়ম যুবলীগে পদ পেতে উপঢৌকন দিতে হবে না: পরশ নির্বাচন যুদ্ধক্ষেত্র নয়, পেশি শক্তির মানসিকতা পরিহার করতে হবে: সিইসি

চট্টগ্রামে এসআইয়ের কোটিপতি স্ত্রী কারাগারে

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ২৮১ পাঠক পড়েছে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সিআইডির উপ-পরিদর্শক নওয়াব আলীর কোটিপতি স্ত্রী গোলজার বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। আদালত আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একই মামলায় সিআইডির উপ-পরিদর্শক নওয়াব আলী, কর অঞ্চল-১ চট্টগ্রামের অতিরিক্ত সহকারী কর কমিশনার বাহার উদ্দিন চৌধুরী ও কর পরিদর্শক দীপংকর ঘোষ পলাতক রয়েছেন। গোলজার বেগম চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক। তার স্বামী নওয়াব বর্তমানে ঢাকায় সিআইডির এসআই পদে কর্মরত রয়েছেন।

দুদকের আইনজীবী মাহমুদুল হক মাহমুদ  বলেন, অবৈধ উপায়ে সম্পদ উপার্জন ও মানি লন্ডারিং মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন গোলজার বেগম। দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। আদালত জামিন আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মাহমুদুল হক জানান, ১ কোটি ৩৪ লাখ ৯৯ হাজার টাকা অবৈধভাবে উপার্জন করে স্ত্রীর নামে আয় দেখান এসআই নওয়াব আলী। দুদক তদন্তে নেমে তার বিরুদ্ধে অবৈধ উপার্জনের সত্যতা পান। গত ২০১৯ সালের ৯ অক্টোবর দুদকে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০২০ সালের ৭ অক্টোবর নওয়াব আলী, তার স্ত্রী গোলজার বেগম, কর অঞ্চল-১ চট্টগ্রামের অতিরিক্ত সহকারী কর কমিশনার বাহার উদ্দিন চৌধুরী ও কর পরিদর্শক দীপংকর ঘোষকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। আদালত অভিযোগপত্র গ্রহণ করে গত ২২ ফেব্রুয়ারি চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580