চট্টগ্রামের বন্দর থানার কলসীদিঘীর পাড় এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়েছে।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে হাজী ইমাম সাহেব কলোনির হাজী ইমাম বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।
আহতরা হলেন- মো. রায়েল (৩০), তার স্ত্রী নাজু (২৮), ভাই শিপন (৩০), মেয়ে লামিয়া (৩) ও ছেলে জিহাদ (৬)।
শীলব্রত বড়ুয়া বলেন, নিজ বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত পাঁচ জনকে বুধবার রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করে দেন। তারা বিভিন্ন মাত্রায় দগ্ধ হয়েছেন। তবে কীভাবে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়েছে তা জানাতে পারেননি তিনি।