চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় সাদ্রা দরবার শরীফের অনুসারীরা আজ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে।
এই দুই উপজেলার মধ্যে হাজীগঞ্জ উপজেলার পাঁচটি ও ফরিদগঞ্জ উপজেলার দশটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে সাদ্রা মাদ্রাসা ঈদগাহ ময়দানে ঈদের নামাজের ইমামতি করেন মাওলানা আরিফ চৌধুরী।
ওই সময় তিনি জানান, চাঁদ দেখে তারা প্রতি বছরের মতো এবারও একদিন আগে ঈদ পালন করেছে। তবে যারা দুই দিন আগে ঈদ করেছে। তারা ভুল তথ্যের মধ্যে দিয়ে ঈদ পালন করেছে। আর সেই সংখ্যা খুবই কম। তার দেওয়া তথ্যমতে বুধবার হাজীগঞ্জ উপজেলার শমেশপুর ও সাদ্রা এলাকার দুটি গ্রামে ঈদের নামাজ আদায় করা হয়।
তিনি আরও জানান, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, শমেষপুর, প্রতাপপুর, বলাখাল, অলিপুর এবং ফরিদগঞ্জ উপজেলার সুরাঙ্গচাইল, বাসারা, উভারামপুর, উটতলী, বাছপাড়া, কাইতাড়া, নুরপুর, সাচন মেঘ, ভূলাচোঁ, বদরপুর, আইটপাড়া গ্রামে আজ ঈদের জামাত আদায় করা হয়।
১৯২৮ সাল থেকে সাদ্রা পীর মাওলানা ইসহাক সাহেবের নেতৃত্বে প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় এই উৎসব উদযাপন করে আসছে।