বীর মুক্তিযোদ্ধা আশরাফুল হক বেগের নামে চাটখিল-খিলপাড়া সড়কের নামফলক উন্মোচন করা হয়। চাটখিল বাজার থেকে খীলপাড়া বাজার পর্যন্ত ৭.৫ কিলোমিটার সড়কটি আশরাফুল হক বেগ সড়ক নামে পরিচিত হবে। ৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা আশরাফুল হক বেগ সড়কের নামফলক উন্মোচন করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক। এ সময় স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম ও নোয়াখালী থেকে জেলা প্রশাসক খোরশেদ আলম খান ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন এবং বক্তব্য বক্তব্য প্রদান করেন। বীর মুক্তিযোদ্ধা আশরাফুল হক বেগ সড়কের নামফলক উন্মোচনের উপলক্ষে উপজেলার খিলপাড়া কাওমি মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকী। চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আশরাফুল হক বেগের ছেলে উপসচিব আবু নাসের বেগ, অধ্যাপক ড. আনোয়ারুল হক বেগ, পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, মুক্তিযোদ্ধা রব্বান উল্যাহ, মীর হোসেন মিরন প্রমূখ।