টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল বন বিভাগের দোখলা রেঞ্জের সদর বিটে টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্পের আওতায় ১০০ হেক্টর এলাকায় বনায়ন করার কথা থাকলেও দায় ছাড়া গোছের বন অভ্যন্তরে সুফল প্রকল্পের নিয়মবহির্ভূতভাবে বৃক্ষরোপণ করা হয়েছে। গাছের গোড়ার আগাছা পরিষ্কারের কথা থাকলেও তা করা হয়নি। অথচ এই আগাছা পরিষ্কারের নামে লাখ লাখ টাকা ভুয়া ভাউচার করে সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার ইসমাইল হোসেন কাগজপত্র সমন্বয় করেছেন। তাছাড়া ৬ ফুট অন্তর গাছের চারা লাগানোসহ খুঁটি দিয়ে বেঁধে দেয়ার নিয়ম থাকলেও তা করা হয়নি। এমনকি যে যে প্রজাতির গাছ সেখানে লাগানোর কথা ছিল তাও লাগানো হয়নি। ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব কমপক্ষে ২০ ফুট এবং সমগ্র বাগানই আগাছায় ভরপুর। এই প্রকল্পে বরাদ্দকৃত অর্থের সিংহভাগই আত্মসাৎ সহ প্রকল্পের সকল প্রকারের উদ্দেশ্য আদর্শ ব্যাহত হয়েছে। এই বাগানটি সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু সরেজমিন তদন্ত প্রয়োজন বলে পরিবেশবিদগণ মনে করেন।