টাঙ্গাইলের সখীপুরে সিঁধ কেটে দুই মানের এক শিশু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে উপজেলার শোলা প্রতিমা গ্রামে ঘটনাটি ঘটে।
শিশুটি ওই গ্রামের আছর উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার শোলা প্রতিমা গ্রামের আছর উদ্দিন পেশায় ট্রাক চালক। সে জন্য তিনি প্রায়ই বাড়ির বাইরে থাকেন।
প্রতিদিনের মতো তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোরে হঠাৎ জেগে দেখেন তার পাশে থাকা ২ মাসের ছেলে জুনায়েদ ঘরে নেই।
এ সময় খোঁজাখুঁজি করতে গেলে তিনি দেখেন ঘরের এক কোণে সিঁধ কাটা রয়েছে। এ সময় তিনি ডাক চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে।
এ ব্যাপারে প্রতিবেশী ফিরোজা বেগম বলেন, আমরা ঘটনাস্থলে এসে দেখি শিশুটির মা কল্পনা বেগম কান্নাকাটি করছেন। এ সময় মেঝেতে একটি দা পড়ে রয়েছে এবং ঘরের এক কোণে সিঁধ কাটা রয়েছে।
এ ব্যাপারে সখীপুর থানার ওসি সাইদুল হক ভুইয়া বলেন, ঘটনাটি জানার পর পরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।