সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :

টিকা নিয়েছেন ৪৯ লাখ ৯০ হাজার ২৩২ জন

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ২২২ পাঠক পড়েছে

দেশে এ পর্যন্ত ৪৯ লাখ ৯০ হাজার ২৩২ জন করোনা টিকা নিয়েছেন। এরমধ্যে ৩১ লাখ ২৪ হাজার ৭২৮ জন পুরুষ এবং ১৮ লাখ ৬৫ হাজার ৫০৪ জন নারী। আর ৬৩ লাখ ৭৮ হাজার ৬২৭ জন টিকার জন্য নিবন্ধন করেছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ৭৮ হাজার ৩৩০ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৪৩ হাজার ৯৯৫ এবং নারী ৩৪ হাজার ৩৩৫ জন।
এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৫ লাখ ৯৮ হাজার ৯১ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৭ লাখ ৯২ হাজার ২১২, ময়মনসিংহ বিভাগে ২ লাখ ২৮ হাজার ৮০৩, চট্টগ্রাম বিভাগে ১০ লাখ ১৪ হাজার ৯১৩, রাজশাহী বিভাগে ৫ লাখ ৫৮ হাজার ২৪২, রংপুর বিভাগে ৪ লাখ ৯৯ হাজার ৮৮৯, খুলনা বিভাগে ৬ লাখ ৪৬ হাজার ৪২, বরিশাল বিভাগে ২ লাখ ২৮ হাজার ৩৭৪ এবং সিলেট বিভাগে ২ লাখ ৫৯ হাজার ৮৭৮ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580