এখন থেকে ১৮ বছর কিংবা এর চেয়ে বেশি বয়সী সব শিক্ষার্থী করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া নিয়ে পরিকল্পনা শুরুর মধ্যেই এমন তথ্য জানালো স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক মিজানুর রহমান শুক্রবার সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিটিংয়ে ১৮ বছরের বেশি বসয়ী শিক্ষার্থীদের নিবন্ধনের সুযোগ দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া সুরক্ষা অ্যাপে এখন পঁচিশোর্ধ্ব সবার নিবন্ধনের সুযোগ মিলছে।
জানা গেছে, কোভিডের টিকার নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপ্লিকেশনের ‘পরিচয় যাচাই’ অপশনে ১৮ বছর বা তার বেশি বয়সী ছাত্রছাত্রীদের নিবন্ধনের নতুন একটি অপশন খোলা হয়েছে। এতদিন ২৫ বছর বা তার বেশি বয়সী সব নাগরিকের জন্য করোনাভাইরাসের টিকা পেতে নিবন্ধনের সুযোগ ছিল।