কক্সবাজারের টেকনাফের বাহারছড়া শামলাপুরে একটি গুইসাপ অবমুক্ত করা হয়েছে।
সোমবার(১৯ এপ্রিল) বিকেলে টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর পাহাড়ি এলাকায় গুইসাপটি অবমুক্ত করা হয়।
এর আগে উপজেলার বাহারছড়া শামলাপুর মরহুম রশিদ আহমদ মেম্বারের পুত্র আব্দুল মাবুদ প্রকাশ গুরাপুতুর বসতগৃহ থেকে গুইসাপটি উদ্ধার করেন শামলাপুর ভিসিএফ সভাপতি আমীর মোহাম্মদ শাহজাহান,এফসিসি সভাপতি হামিদ উল্লাহসহ কমিটির সদস্যরা।দিনে আব্দুল মাবুদ’র মুরগির ঘরে গুইসাপটি ডুকে পড়লে তিনি স্থানীয় ভিসিএফ সভাপতিকে মোবাইল ফোনে বললে তিনি সাথে সাথে গুইসাপটি উদ্ধার করে স্থানীয় বনকর্মকর্তাকে নিয়ে বনে অবমুক্ত করে বলে জানান আমীর মোহাম্মদ শাহজাহান।এর আগেও গত ডিসেম্বর ও জানুয়ারিতে লোকালয় থেকে দুইটি অজগর অবমুক্ত করেছিলেন বলেও জানান তিনি।
শামলাপুর বনবিট কর্মকর্তা ফেরদৌস জানান,সোমবার বিকেলে দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরাণ পাড়া গ্রামের আব্দুল মাবুদ প্রকাশ গুরাপুতুর বাড়ির মুরগির ঘরে গুইসাপটি পাওয়া যায়।
খবর পেয়ে বন বিভাগ ও ভিসিএফ,এফসিসি,সিএমসি সদস্যরা উদ্ধার করে বিকালের দিকে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের হোয়াইক্যং রেঞ্জের বাহারছড়া শামলাপুর বনে অবমুক্ত করেন।এসময় উপস্থিত ছিলেন, বনকর্মী, মেহেদী, ইউসুফ, রফিক, সিএমসি সদস্য খায়রুল বশর।