“বয়স যদি আঠারো হয় ভোটার হতে দেরি নয়” শ্লোগানে নীলফামারীর ডোমারে জাতীয় ভোটার দিবস উদ্বোধন,আলোচনা সভা ও সেবা কার্যক্রম গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে একজোড়া পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, শিক্ষা অফিসার আমির হোসেন, নির্বাচন অফিসার আব্দুর রহিম,পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিবুল চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।