সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :

দেশের সব নৌপথ নিরাপদ করতে হবে: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২৪৭ পাঠক পড়েছে

দেশের সব নৌপথ নিরাপদ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

ব্রাক্ষণবাড়িয়ার লইসক্যা বিলে দুই ট্রলারের মধ্যে সংঘর্ষে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে আজ শনিবার (২৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় এই আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

জি এম কাদের বলেন, ‘দেশে নৌদুর্ঘটনা কমছেই না। প্রতিবছর নৌদুর্ঘটনায় অসংখ্য মানুষের মৃত্যুর শোকাবহ সংবাদ মেনে নেওয়া যায় না।’ তিনি বলেন, ‘নৌপথ নিরাপদ করতে হবে। তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে হবে।’ পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। নিহতদের যৌক্তিক ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।‌

এদিকে, ব্রাক্ষণবাড়িয়ার লইসক্যা বিলে নৌদুর্ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

 

 

 

 

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580