রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :

দেশে করোনা শনাক্তের হার ১ শতাংশের নিচে

নিজস্ব প্রতি‌বেদক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ১৯৯ পাঠক পড়েছে

দেশে করোনাভাইরাস শনাক্তের হার ১ শতাংশের নিচে নেমেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৭১ জনের নমুনা পরীক্ষা করা হলে ১২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৮০ হাজার ৮৭২ জনে। যেখানে শনাক্তের হার ০ দশমিক ৮৭ শতাংশ।

শনিবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৪৭ জনের মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১৪৪ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ৪০৩ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন ও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজনে রয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগের একজন, খুলনা বিভাগের দুইজন ও বরিশাল বিভাগের একজন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2019-2020 । দৈনিক আজকের সংবাদ
Design and Developed by ThemesBazar.Com
SheraWeb.Com_2580