নরসিংদীতে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের কামারগাও কবর স্থান এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত শাওন মিয়া (১৫) ময়মনসিংহ জেলার নান্দাইল থানার সিংড়াইল গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে। তবে তারা রাঙ্গামাটি এলাকার সজল মিয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
নিহত শাওন নরসিংদী মীর ইমদাদ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত দুই দিন ধরে শাওনের বাবা অসুস্থ। তাই সংসারের ব্যয় জোগাতে গত দুই দিন ধরে শাওন অটোরিকশা চালাচ্ছিলেন।
এরই মধ্যে বুধবার দুপুরের খাওয়া-দাওয়া শেষে বিকেলে অটোরিকশা নিয়ে বের হয় শাওন।
এরপর রাতে আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে সকাল ১০টার দিকে কবর স্থানের পাশে লাশ দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন দেয় এলাকাবাসী।
সদর মডেল থানা-পুলিশ সকাল ১১টার দিকে কামারগাও এলাকার একটি কবর স্থানের পেছন থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে।
এ সময় শাওনের সঙ্গে থাকা অটোরিকশাটি পাওয়া যায়নি। খবর পেয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার এনামুল হক সাগর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা শা্ওনকে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই করে নিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থার পাশাপাশি আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু করা হয়েছে।